নিজস্ব প্রতিবেদন:  জমি সংক্রান্ত বিবাদের জের। ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা দুই প্রতিবেশীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের চাঁদপুর গ্রাম। ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের ১২ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক এক জন। ঘটনায় দুপক্ষের মোট ৫ জনকে আটক করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশেই তত্পর প্রশাসন, শুরু বালি খাদান-অভিযান


১৬ শতক জমি নিয়ে দেগঙ্গার চাঁদপুর গ্রামের বাসিন্দা মোবারেক মোল্লা ও আবু তালেবের মধ্যে বিবাদ দীর্ঘদিনের।  অভিযোগ, বুধবার সকালে মোবারেক মোল্লার আত্মীয় হানিফ মোল্লা  ওই জমিতেই বাড়ি তৈরি করছিলেন। আবু তালেবের পরিবারের সদস্যরা ঘর তৈরিতে বাধা দেন। তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, মোবারেক মোল্লার লোকজন ধারালো অস্ত্র নিয়ে প্রথমে হামলা চালায় আবু তালেবের পরিবারের সদস্যদের ওপর। প্রতিরোধ গড়তে পাল্টা তাঁরাও অস্ত্র নিয়ে হামলা করে।


আরও পড়ুন: দল ও প্রশাসন-মেদিনীপুরের সভা থেকে দুপক্ষকেই স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মমতার


হামলার মুখে পড়তে হয় নব্বই বছরের এক বৃদ্ধাকেও। ধারালো অস্ত্রের কোপ মারা হয় এক বৃদ্ধকেও। সংঘর্ষে দুপক্ষের মোট ১২ জন আহত হয়েছেন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে স্থানীয় বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।   ঘটনায় দুপক্ষের মোট ৫ জনকে আটক করেছে পুলিস। বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।