নিজস্ব প্রতিবেদন: বিজেপি সমর্থক তাই মদ দেওয়া যাবে না। উল্টো বচসার জেরে বসিয়ে দেওয়া হল ধারাল অস্ত্রের কোপ। চাঞ্জল্যকর অভিযাগ উঠল খানাকুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। ঘটনায় জখম হয়েছেন ৩ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-BJP: কোন তৃণমূল নেতাকে টাকা দিলে চাকরি হবে তা ছোটছোট ছেলেরাও জানে: সুকান্ত মজুমদার


আক্রান্তদের অভিযোগ, বিজেপি করার জন্যই তাদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তবে পুলিস ওই ঘটনায় এখনওপর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে।
 
গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় খানাকুল থানার পুলিস। আহত উত্তম দোলুই, বিশ্বজিত্ দোলুই, চূড়মনি ধাড়া-সহ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে উত্তম দোলুই ও বিশ্বজিত্ দোলুইকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। ওই ঘটনায় এখনওপর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।


মঙ্গলবার রাতের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্তদের দাবি, বিজেপি করি। মদ কিনতে গিয়েছিলাম। কিন্তু বিজেপি করি বলে আমাদের মদ বিক্রি করা হয়নি। তার বদলে ওরা আমাদের মারধর করে। মাথায়. ধারল অস্ত্রের কোপ দেওয়া হয়।


আরও পড়ুন-ZEEL-Sony mega-merger: নীতিগত অনুমোদনে সায় ZEE এন্টারটেনমেন্ট বোর্ডের, সোনির সঙ্গে সংযুক্তি সম্পন্ন


এদিকে তৃণমূলের অভিযোগ, এলাকার কয়েকজন যুবক মদ খেয়ে মাতলামি করে। ঘটনার দিনও তারা মদ খেয়ে চিত্কার করছিল। নিজেদের মধ্যে মারপিট করছিল। ওদের হাঙ্গামায় বাইরে বেরিয়ে পড়ে এলাকার মানুষজন। এর মধ্যে কোনও রাজনীতি নেই। অহেতুক রাজনীতির রঙ লাগিয়ে দেওয়া হচ্ছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)