BJP: কোন তৃণমূল নেতাকে টাকা দিলে চাকরি হবে তা ছোটছোট ছেলেরাও জানে: সুকান্ত মজুমদার

গৌগতদাকে বলব, মুখ্যমন্ত্রীকে দিয়ে উনি লিখিয়ে নিন যে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হবে

Updated By: Sep 22, 2021, 03:33 PM IST
BJP: কোন তৃণমূল নেতাকে টাকা দিলে চাকরি হবে তা ছোটছোট ছেলেরাও জানে: সুকান্ত মজুমদার

নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিজেপির সভাপতির পদ পেয়েই ত্রাণ দুর্নীতি, বিরোধীদের উপরে হামলা-সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। আজ এক সাংবাদিক সম্মলেন রাজ্যের একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধ সরব হলেন তিনি। 

** মগরাহাট পশ্চিমে বিজেপ প্রার্থী মানস সাহা বিধানসভা ভোট গণনার দিন আক্রান্ত হন ও পরে মারা যান। কী বলবেন?

বাংলায় দুষ্কৃতী হামলায় প্রার্থীর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।  এই ঘটনা বাংলার মাথা হেঁট করে দিয়েছে। একজন প্রার্থী সরকার পক্ষের গুন্ডাবাহিনীর হামলায় মারা গেলেন। বাংলার গণতন্ত্রের জন্য এটি একটি কালো দিন।

আরও পড়ুন-Narendra Modi: তালিবান উত্থানের মাঝে মোদির আমেরিকা সফর, প্রথমবার বৈঠক Biden-এর সঙ্গে   

** কেন্দ্রের ত্রাণের টাকা বাংলায় নয়ছয় হয়েছে বলে অভিযোগ। আজ অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন, যারা ত্রাণের টাকা লুঠ করেছে তারা সকলেই ফেরার। হাত ধুয়ে ফেলছে সরকার? 

তৃণমূলের বুথ স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত নেতারা ত্রাণ, কয়লা, বালির কাটমানিতে চলেন। তার প্রমাণও আপনারা পেয়ে গিয়েছেন। আগামী দিনে আরও দেখবেন। বিভিন্ন তদন্ত সংস্থা এজন্য যাদের নিমন্ত্রণপত্র পাঠাচ্ছেন বা পাটাবেন তাদের মাধ্যমে সবকিছু সাফ হয়ে যাবে। এজি জানিয়েছেন, ওরা সবাই ফেরার। এভাবে চলবে না। পুলিস খুঁজলে তাদের পেয়ে যাবে। বহুদিন ধরে গ্রামগঞ্জে সরকারি প্রকল্পের টাকা লুঠ হচ্ছে। সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। 

** কালই দায়িত্ব নিয়েছেন। রাজ্য কমিটি তৈরি করতে কতটা সময় লাগবে?

খুব তাড়াতাড়ি এনিয়ে বসব। আশাকরি খুব শীঘ্রই এটা তৈরি করে ফেলতে পারব। তবে কোনও টাইম ফ্রেম দিতে পারব না।

** শিক্ষক নিয়োগ নিয়ে তালিকা চেয়েছে আদালত? কী বলবেন?

যতদিন এসএসসি হয়েছে ততদিন বেকারদের ভবিষ্যত নিয়ে খেলা হয়েছে। চাকরি বিক্রি হয়েছে। গ্রামেগঞ্জে যান, কোন তৃণমূল নেতাকে কত টাকা দিলে স্কুলে চাকরি হবে তা আমাদের এলাকার ছোট ছোট ছেলেরা বলে দেবে। চাকরি এখন নিলাম হচ্ছে।

আরও পড়ুন-Weather Alert: ফের দুর্ভোগ! ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

** তৃণমূল নেতারা পেট্রোপণ্যরে দাম বৃদ্ধি নিয়ে বিজেপিক নিশানা করছেন, কী বলবেন?

দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূল নেতারা অনেক কিছুই বলছেন। গৌগতদাকে বলব, মুখ্যমন্ত্রীকে দিয়ে উনি লিখিয়ে নিন যে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হবে। এটা করতে পারলে প্রতি লিটার পেট্রেলের দাম ৭০ টাকার কাছাকাছি হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.