Video : SFI ও TMCP সংঘর্ষে রণক্ষেত্র উত্তরপাড়ার প্যারীমোহন কলেজ, আহত কমপক্ষে ৮
একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে দু`পক্ষই।
নিজস্ব প্রতিবেদন: 'শান্তিপূর্ণ' মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়াল কীভাবে? একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই। TMCP ও SFI সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজ। আহত হলেন ৭-৮ জন।
রাজ্যে পুরভোটের দামামা বেজে গিয়েছে। রবিবার ভোট কলকাতা পুরসভায়। শেষবেলায় প্রচারও চলছে জোরকদমে। কিন্তু ছাত্র ভোট? এদিন কলেজগুলিতে ছাত্র-সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে উত্তরপাড়ায় মিছিল বের করেছিলেন SFI কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, রাজা প্যারীমোহন কলেজের সামনে সেই মিছিলে হামলা চালান TMCP সমর্থকরা। স্লোগান দিতেই দিতেই চলে মারধর। এমনকী, ভাঙচুর করা হয় অস্থায়ী মঞ্চও!
এদিকে SFI-র বিরুদ্ধে আবার পাল্টা মারধর ও কলেজের সামনে ইঁটবৃষ্টির করার অভিযোগ তুলেছেন TMCP-ও। তৃণমূলের ছাত্র সংগঠনে তরফে দাবি, কলেজে তাদের সমর্থকদের আটকে রাখার অজুহাতে অশান্তি পাকানোর চেষ্টা করেন বামপন্থী ছাত্রছাত্রীরাই। স্রেফ TMCP সমর্থকদের মারধরই করা নয়, কলেজ চত্বরে জাগো বাংলার হোডিং, মুখ্যমন্ত্রীর ব্যানারও ছিঁড়ে ফেলা হয়। শেষপর্যন্ত কলেজের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুটি ছাত্র সংগঠনের সমর্থকরা। রীতিমতো বাঁশ দিয়ে চলে সংঘর্ষ।
কারও মাথা ফেটেছে, তো কারও আবার হাত। সংঘর্ষে আহত হন দু'পক্ষের ৭-৮ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকিদের।