ক্লাবের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার হিঙ্গলগঞ্জে
এলাকায় উত্তেজনা থাকায় পুলিস পিকেট রয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ক্লাবের ক্ষমতা দখলকে কেন্দ্র করে দফায় দফায় গন্ডগোল, দোকান ভাঙচুর, মারধর, লুঠপাট, গুলি-বোমা ছোড়ার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। এই ঘটনায় উত্তেজনা রয়েছে হিঙ্গলগঞ্জের সান্ডেলের বিল অঞ্চলের বাঁকড়া গ্রামে। মোতায়েন করা হয়েছে পুলিস পিকেট।
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। অভিযোগ, একপক্ষের চায়ের দোকানে ভাঙচুর চালায় আরেক পক্ষ। পার্টি অফিসেও ভাঙচুর চলে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় ব্লক সভাপতি ও সদস্য, দুই গোষ্ঠী রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে। এদিনের ঘটনা অস্বস্তি বাড়িয়েছে হিঙ্গলগঞ্জ তৃণমূল নেতৃত্বের। এলাকায় উত্তেজনা থাকায় পুলিস পিকেট রয়েছে। গ্রামেও টহল দিচ্ছে পুলিস।
জানা গিয়েছে, খেলার মাঠ সংলগ্ন চা দোকানে দু’পক্ষের মধ্যে আলোচনা চলাকালীন বচসা শুরু হয়। একপক্ষের বিরুদ্ধে অপরপক্ষকে অপমানজনক কথা বলার অভিযোগ উঠেছে। সেই থেকেই দুপক্ষের মধ্যে হাতাহাতি বাধে। দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। গন্ডগোলের খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার ওসি বিশাল বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
(এই ঘটনায় এখনও পর্যন্ত জেলা নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি)
আরও পড়ুন, টি বোর্ডের ৫০ কোটি তছরুপের হিসেব দিতে হবে : সৌমিত্র, পাল্টা 'বিস্ফোরক' দাবি সৌরভের