টি বোর্ডের ৫০ কোটি তছরুপের হিসেব দিতে হবে : সৌমিত্র, পাল্টা 'বিস্ফোরক' দাবি সৌরভের

 "সৌমিত্র তৃণমূলে ফেরার জন্য চেষ্টা করছেন৷ আমার হাত ধরে আসার জন্য ও সৌরভদা, সৌরভদা করছে।" 

Updated By: Dec 3, 2020, 07:19 PM IST
টি বোর্ডের ৫০ কোটি তছরুপের হিসেব দিতে হবে : সৌমিত্র, পাল্টা 'বিস্ফোরক' দাবি সৌরভের

নিজস্ব প্রতিবেদন : স্টেট টি বোর্ডে প্রায় ৫০ কোটি টাকা তছরুপ হয়েছে। যে সময় এই তছরুপ হয়েছে, সেইসময় বোর্ডের চেয়ারম্যান ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী ৷ এই তছরুপের হিসেব তাঁকেই দিতে হবে ৷ আজ আলিপুরদুয়ারে এসপি অফিস অভিযানে অংশ নিতে এসে এমনই গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ 

পাশাপাশি, তিনি আরও দাবি করেন, আলিপুরদুয়ারে বিজেপি প্রায় ৩০ হাজার ভোটে জিতবে ৷ একুশে বাংলায় বিজেপি সরকার গড়বে। বিজেপি ক্ষমতায় এলে, সরকার পরিবর্তন হলেই এই তছরুপের টাকার তদন্ত হবে বলে জানান সৌমিত্র খাঁ ৷ যদিও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর অভিযোগ ফুত্কারে উড়িয়ে দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।

সৌরভ চক্রবর্তী পাল্টা বলেন, "সৌমিত্র বলার এক বছর আগে এমন অভিযোগ ওর জ্যাঠা দিলীপ ঘোষও তুলেছিলেন ৷ এরা মূর্খ ৷ কিছু জানে না, পড়াশোনাও নেই ৷ রাজ্য টি অ্যাডভাইজরি বোর্ডের কোনও অ্যাকাউন্ট নেই। সেখানে টাকা আসবে কোথা থেকে!"  উল্টে সৌরভ চক্রবর্তী আরও দাবি করেন, "সৌমিত্র তৃণমূলে ফেরার জন্য চেষ্টা করছেন৷ আমার হাত ধরে আসার জন্য ও সৌরভদা, সৌরভদা করছে।" 

আরও পড়ুন, আরও চওড়া হল শুভেন্দু-তৃণমূল ফাটল! কর্মী সংগঠনের দায়িত্ব থেকে অপসারিত শুভেন্দু

.