ওয়েব ডেস্ক : আসানসোলের ডিসেরগড়ে দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল। পুরুলিয়া যাওয়ার পথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে চলে পথ অবরোধও। উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়া রোগী হেঁটে বেড়াচ্ছেন হাসপাতালে!


পথচারীকে ধাক্কা মারে এক মোটরসাইকেল আরোহী। অভিযুক্তকে ধরার দাবিতে প্রথমে সাঁকতরিয়া পুলিস ফাঁড়ি ঘেরাও করেন বাসিন্দারা। দাবি তোলেন ক্ষতিপূরণেরও। পুলিসের থেকে আশ্বাস না পেয়ে এরপর আসানসোল-পুরুলিয়া সড়ক অবরোধ করা হয়। দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। পরে পুলিস ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।