নিজস্ব প্রতিবেদন : ভোটের প্রচার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। পারদ চড়ছে জেলায় জেলায়। একদিকে তুফানগঞ্জে বিজেপির দলীয় অফিসের পতাকা ছেঁড়ার অভিযোগে উত্তেজনা। আবার, আরামবাগে তৃণমূল প্রার্থীর দেওয়াল লেখাকে কেন্দ্র করে দলীয় গোষ্ঠীকোন্দল। তৃণমূলেরই একদলের কাছে বেদম মার খেয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ফের তপ্ত তুফানগঞ্জ । রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল। বিজেপির দাবি,  ছিঁড়ে ফেলা হয়েছে তাদের দলীয় পতাকা , ফেস্টুন । সকালে পার্টি অফিসের সামনে জড়ো হয়ে যান অসংখ্য কর্মী সমর্থক। পুলিশ পৌছে যদিও পরিস্থিতি  আয়ত্তে আনে।


আরও পড়ুন, 'ওস্তাদের মার শেষ রাতে!' প্রার্থী তালিকায় 'বড়সড় চমকের' ইঙ্গিত দিলীপের


একদিকে যখন তুফানগঞ্জে যখন তৃণমূল-বিজেপি চাপানউতোর , অন্যদিকে আরামবাগের পুরশুড়ায় ঘটেছে অদ্ভুত ঘটনা। নিজের প্রার্থীর দেওয়াল লেখাকে কেন্দ্র করেই অশান্তিতে জড়িয়েছে তৃণমূলের দুই পক্ষ। পুরশুড়ার শ্যামপুর এলাকায় এদিন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে দেওয়াল লেখার সময় আচমকাই দুই পক্ষের মধ্যে অশান্তি বেঁধে যায়। অভিযোগ, এলাকার  বহুদিনের তৃণমূল নেতা ও তার স্ত্রী তথা পঞ্চায়েত সদস্যাকে বেধরক মারধর করা হয়।


আরও পড়ুন,অনুব্রত মণ্ডল ও জিতেন তিওয়ারিকে শোকজ নির্বাচন কমিশনের


যদিও তৃণমূলের যুব নেতা দাবি করেছেন দুর্নীতি করাতেই জনরোষের শিকার আক্রান্তরা। নির্বাচনের মুখে প্রকাশ্যে দলের কোন্দল নিয়ে অস্বস্তিতে জেলা তৃণমূল। যদিও, এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।