নিজস্ব প্রতিবেদন:  ক্লাসে চতুর্থ শ্রেণির ছাত্রকে স্কেল ছুড়ে মারার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত বারাকপুরের সেন্ট অগাস্টিন স্কুল। অভিযোগ, স্কেলের আঘাতে ছাত্রের ঠোঁট কেটে গেলেও, কোনও ব্যবস্থা নেয়নি স্কুল। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিহারে বন্ধুর মামাবাড়িতে গা-ঢাকা ৫ কিশোর-কিশোরীর, কুঁদঘাটকাণ্ডে মিলল স্বস্তি


ক্লাস চলাকালীন হয়তো কোনওভাবে অমনযোগী হয়ে পড়েছিল চতুর্থ শ্রেণির ওই ছাত্র। শিক্ষিকা একবার তাকে সতর্কও করেছিলেন। কিন্তু তারপরও হয়তো ক্লাসের পড়ায় মন দিতে পারেনি সে। অভিযোগ, শাস্তিস্বরূপ শিক্ষিকা স্কেল ছুড়ে মারে ওই ছাত্রের দিকে। স্কেলের আঘাতে ঠোঁট কেটে যায় ছাত্রটির।


আরও পড়ুন: কল্লোলের পেট থেকে আগেই বেরিয়ে গিয়েছে পেরেক, জানাল এনআরএস


অভিযোগ, স্কুলের ঘটনাটি ঘটলেও, কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়িতে ফেরার পর ছাত্রের ঠোঁটে রক্তের দাগ দেখতে পান অভিভাবক। ছেলের মুখ থেকে পুরো বিষয়টি জানার পর স্কুলে গিয়ে কথা বলেন ছাত্রের বাবা-মা। অভিযোগ, ক্লাসের মধ্যে শিক্ষিকার স্কেলের মারে ছেলে রক্তাক্ত হওয়ার পরও কোনওরকম প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করেনি স্কুল কর্তৃপক্ষ। এত টাকা ফিজ দেওয়ার পরও কেন স্কুল কর্তৃপক্ষ এই খুদে পড়ুয়ার  ন্যূনতম সচেতনতা দেখায়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে। ক্ষুব্ধ অন্যান্য অভিভাবকরাও।  বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বারাকপুর সেন্ট অগাস্টেন স্কুলের প্রিন্সিপাল।