নিজস্ব প্রতিবেদন: মোবাইল খারাপ হয়ে গিয়েছিল। তাই অনলাইনে ক্লাস করতে পারছিল না দশম শ্রেণির ছাত্রী। পরীক্ষায় ফেল হয়ে যাওয়ার ভয় থেকে আত্মঘাতী ছাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দা এলাকায়। মৃত ছাত্রীর নাম শিবানী কুমারী।
পরিবার সূত্রে জানা গিয়েছে,,মোবাইল খারাপ হয়ে গেছিল ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী শিবানীর। ফলে অনলাইন ক্লাস করতে পারছিল না। পরীক্ষায় ফেল হওয়ার ভয়ে মানসিক অবসাদে ভুগছিল সে। ওই ছাত্রীর বাবা মা ও ভাই লকডাউনের সময় বিহারে সমস্তিপুরে দেশের বাড়ি চলে গিয়ে আটকে যান।
ডিসি কমব্যাটকে নিগ্রহকাণ্ড, পুলিস ট্রেনিং স্কুল থেকে বদলি আরও ২৫ জন
নিশ্চিন্দা রাজচন্দ্রপুর প্রফুল্লনগরে ভাড়া বাড়িতে দাদার সঙ্গে থাকত শিবানী। কদিন ধরেই মন মরা ছিল। দাদা বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরনোর পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।  মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার সকালে খবর পেয়ে বিহার থেকে ছুটে আসেন শিবানির বাবা।