নিজস্ব প্রতিবেদন : জিডি বিড়লা কাণ্ডে যখন তোলপা়ড গোটা রাজ্য, ঠিক তখনই উঠে এল আরও নারকীয় ঘটনার ছবি। ফের শিক্ষকের লালসার শিকার এক মানসিক ভারসামহীন ছাত্রী। নদীয়ার হাঁসখালির গাড়াপোতা এলাকার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাড়াপোতায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, প্রতিদিন স্কুলের টিফিন টাইমে ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে যেত অভিযুক্ত গৃহশিক্ষক পূর্ণ রায়। ভয় দেখিয়ে তার উপর চলত নারকীয় নির্যাতন। ওই ছাত্রীর গায়ে কখনও বিড়ির ছ্যাঁকা দেওয়া হত, আবার কখনও কামড়। আরও অভিযোগ, ঘটনার কথা বাড়িতে বা অন্য কাউকে জানালে গলার নলি কেটে খুন করা হবে বলে হুমকি দিত অভিযুক্ত শিক্ষক। গত দেড়মাস ধরে লাগাতার চলছিল এই নারকীয় নির্যাতন।


ঘটনার কথা প্রথমে চেপে রাখলেও, শুক্রবার বাড়িতে জানায় ওই নির্যাতিতা ছাত্রী। এরপরই এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় হাঁসখালি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে, অভিযুক্ত গৃহশিক্ষক পূর্ণ রায় বেপাত্তা। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাসি।


নির্যাতিতা ছাত্রীর পরিবার জানিয়েছে, ওই কিশোরী মানসিকভাবে বিকারগ্রস্ত। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নির্যাতিতা কিশোরীর প্রাথমিক চিকিত্সা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, ওই কিশোরীর শারীরিক পরিস্থিতি সংকটজনক।


আরও পড়ুন, বাবা ওদের ঢিসুম ঢিসুম করে দেবে তো? বারবার প্রশ্ন করছে মেয়ে, ২৪ ঘণ্টাকে বললেন মা