নিজস্ব প্রতিবেদন: আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস ছিলই। সকাল থেকেই সর্বত্র আকাশ মেঘলা। আকাশের মুখ ভার। নবমীর কাকভোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় মেঘের গর্জন আর তারপর শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোর থেকেই শিলিগুড়ি শহর ও শহরতলীর বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বর্ধমানের বিভিন্ন অংশে। পূর্ব বর্ধমানে সকাল থেকেই দফায় দফায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের খবর মিলেছে।


এ দিন সকাল থেকেই নদীয়ার প্রায় সর্বত্রই কোথাও মুষলধারে বৃষ্টি হয়েছে কোথাও বা হালকা ও মাঝারি বৃষ্টিপাতের খবর মিলেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নবমী এবং দশমীর দিন রাজ্যের প্রায় সর্বত্র হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: চোখরাঙানি বর্ষাসুরের, বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে


নবমীর আবহাওয়ার পূর্বাভাস:


এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।