ওয়েব ডেস্ক : রাজ্যের ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল পশ্চিম বর্ধমান। আসানসোলে নতুন জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আসানসোলের বড় সমস্যা পানীয় জল। নতুন জেলায় দ্রুত সেই সমস্যা মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর। রানিগঞ্জের ধস কবলিত এলাকার বাসিন্দাদের জন্যও বাড়ির ব্যবস্থা করবে সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসানসোলবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ। নতুন জেলা হল পশ্চিম বর্ধমান। ১৬০৩.১৭ বর্গ কিমি এলাকা নিয়ে তৈরি হল নতুন জেলা। জনসংখ্যা ২৮লক্ষ  ৮৩ হাজার  ৩১। জেলার দুটি মহকুমা হল আসানসোল আর দুর্গাপুর। রয়েছে দুটি পুরসভা। আটটি ব্লক। ১৬টি থানা ও ২ মহিলা থানা রয়েছে নতুন জেলায়। চারটি সরকারি হাসপাতাল ও ১টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। নতুন জেলার প্রধম জেলশাসক হলেন শশাঙ্ক শেঠি। পুলিসের শীর্ষে আসানসোল-দুর্গাপুরের কমিশনার লক্ষ্মী নারায়ণ মীনা।


আসানসোলের সব থেকে সমস্যা পানীয় জল। জেলা ঘোষণার পরই সে সমস্যা সমাধানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রানিগঞ্জ এলাকায় কয়লাখনির ধস বড় সমস্যা। সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। নতুন জেলার উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্প নিয়েছে রাজ্য।  ১৫০০ একর শিল্প তালুক হয়েছে জেলায়। DVC -র প্রকল্পে ১০ হাজার একর জমি দেওয়া হয়েছে। ছোট শিল্পের জন্যও উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারি কাজে আছ ছুটতে হবে না বর্ধমানে। নতুন জেলার ঘোষণায় খুশি স্থানীয়রা।


আরও জেনে নিন,