নিজস্ব প্রতিবেদন: 'কেন্দ্রের ৩ আইনে বিপদে কৃষকরা। আইন বলছে, কৃষকদের ফসল জোর করে কিনে নিতে পারবে শিল্পপতিরা। দিল্লিতে বড় বড় গোডাউন তৈরি করেছে'। বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, 'দিল্লি-হরিয়ানায় লাগাতার আন্দোলন চলছে। আমরা সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছি। কৃষকদের সঙ্গে কথা বলতে দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছে। আমাদের প্রতিনিধিদের কথা বলতে দেওয়া হয়নি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২ মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কেন্দ্রের নয়া ২ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তে এখনও আন্দোলন (Farmers Protest) চালিয়ে যাচ্ছেন কয়েক লক্ষ কৃষক। এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। দল-মত নির্বিশেষে সরকারের একযোগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। কৃষক আন্দোলনের আঁচ পৌঁছে গিয়েছে ভোটের বাংলায়। দিন কয়েক আগে দিল্লিতে যখন চাক্কা জ্যাম কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা, তখন এ রাজ্যে বিভিন্ন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় কংগ্রেস ও বামেরাও। 


আরও পড়ুন: রাজীব-শুভেন্দুকে 'মায়ের কুসন্তান', 'দুষ্টু গরু' তোপ মমতার


একুশের ভোটে আগে তৃণমূল (TMC) জমানায় বাংলার কৃষকদের দুরাবস্থার অভিযোগে তুলে পাল্টা আসরে নেমেছে বিজেপিও (BJP)। বিভিন্ন জনসভায় পিএম কিষাণ নিধি প্রত্য়াখানের বিষয়টি সামনে আনছেন গেরুয়াশিবিরের নেতারাও। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কৃষকদের মঙ্গলই আমাদের সরকার একমাত্র উদ্দেশ্য। কৃষক বন্ধু প্রকল্পের পুরোটাই রাজ্য সরকার দেয়। এই প্রকল্পের আওতায় রয়েছে ৫০ লক্ষ। কৃষকদের জন্য শস্যবিমা করা হয়েছে।  কেন্দ্র না কিনলেও, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনে রাজ্য সরকার।' তাঁর আরও বক্তব্য, আমরা কৃষকদের জন্য অনেক করেছি। ভাতা বাড়ানো হয়েছে। হরিয়ানা, পাঞ্জাবে কৃষকদের কী অবস্থা, দেখে আসুন। কেন্দ্রীয় সরকার এই ৩ আইন প্রত্যাহার করতে হবে'।


আরও পড়ুন: তৃণমূল ত্যাগের হিড়িকের মাঝে উলটপুরাণ? বিধায়ক সুনীল সিং-কে নিরাপত্তা দিল রাজ্য


এদিন বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধন করার আগে কালনায় (Kalna) বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ ফুটবল গ্রাউন্ডে জনসভা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পুরোদস্তুর রাজনৈতিক জনসভায় নাম না করে দলত্যাগীদের নিশানা করেন তিনি। বলেন, 'তৃণমূলে দুষ্টু গরুর দরকার নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কয়েকটা দুষ্টু গরু হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার-উধার করে বেড়াচ্ছে নিজেদের দুর্নীতি চাপা দেওয়ার জন্য। তারা গিয়েছে, ভালো হয়েছে। পাপ বিদেয় নিয়েছে'। এমনকী, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) 'মায়ের কুসন্তান' বলেও কটাক্ষ করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।