গুরুচাঁদ-হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করবে সরকার: মমতা
`আমি বিজেপি(BJP) পার্টি নই, কথা দিলে কথা রাখি।`
নিজস্ব প্রতিবেদন: গুরুচাঁদ-হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করবে রাজ্য সরকার। বনগাঁর জনসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মতুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, 'আমি বিজেপি(BJP) পার্টি নই, কথা দিলে কথা রাখি। ওঁরা ভোটের সময়ে মিথ্যা কথা বলে পালিয়ে যায়।'
এ রাজ্যে ভোটের সমীকরণে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মতুয়া সম্প্রদায়(Motua)। স্রেফ দুই ২৪ পরগনা নয়, নদিয়া, কোচবিহার. মালদহ-সহ রাজ্যের ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের(Motua) ভোটারদের সংখ্যা কম নয়। রানিগঞ্জের পর বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁর(Bongaon) গোপালনগর হাইস্কুলে মাঠে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
আরও পড়ুন: নজরে একুশের বিধানসভা, কর্পোরেট কায়দায় তৈরি বিজেপির বিশাল ওয়াররুম
এদিন জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'গত তিরিশ বছর ধরে আমি নিজে বড়মার চিকিৎসা করিয়েছি। রাজ্যে যে মতুয়ার সম্প্রদায়ের এত মানুষ আছেন, তা আগে কেউ জানতই না। বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর আমার কাছে নতুন জায়গা নয়।' তৃণমূল জমানায় মতুয়াদের জন্য কী কী কাজ করেছে সরকার? সেই খতিয়ান তুলে ধরতে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'মতুয়াদের(Motua) জন্য আলাদা বোর্ড গড়ে দিয়েছি। ১০ কোটি টাকাও দেওয়া আছে। আমার কোনও চয়েস নেই। আপনারা নিজেদের পছন্দমতো বোর্ড গড়ে নেবেন, তাহলে কাজ শুরু হয়ে যাবে। গাইঘাটায় হরিচাঁদ বিশ্ববিদ্যালয়(Harichand University) তৈরির কাজ চলছে। সরকারের পাঠ্যপুস্তকেও হরিচাঁদ ঠাকুরের(Harichand Thakur) জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের সব দাবি মেনে নিয়েছি।'
উল্লেখ্য়, ২০১৯ সালে বনগাঁ(Bongaon) কেন্দ্রটি তৃণমূলের (TMC) কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি(BJP)। সেখানে গেরুয়াশিবিরের শক্তিবৃদ্ধিও চোখে পড়ার মতো। সম্প্রতি বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) মধ্যাহ্নভোজ সেরেছেন মতুয়া বাড়িতে। নাগরিকত্ব ইস্যুতেও সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি(BJP) নেতারা। এই পরিস্থিতিতে মতুয়াদের(Motua) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা, 'রাজ্য সরকার আপনাদের অধিকার দিয়েছে। নতুন করে আর কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই। NRC, NPR করতে দেব না। বাংলা থেকে কাউকে তাড়ানো যাবে না। বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে। ওঁরা(BJP)বাংলার লোক নয়, বহিরাগত। মিথ্যা কথায় ভুলবেন না।'
আরও পড়ুন: মুকুলের বাড়িতে TMC বিধায়ক শীলভদ্র, সাক্ষাৎ-জল্পনা অস্বীকার দু'জনেরই
বুধবারের সভা থেকে ফের কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বলেন, 'গায়ের জোরে তিনটি আইন এনেছেন মোদীবাবু(Narendra Modi)। নতুন আইনে কৃষকদের জীবন বিপন্ন। এরপর আলু-পেঁয়াজের দাম আরও বাড়বে। মজুতদাররা লাভবান হবে। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে।'