CM Mamata Banerjee Paid Tribute To Vir Chila Roy: চিলা রায়ের ১৫ ফুট মূর্তি, রাজ্য পুলিসে নারায়ণী সেনা নিয়োগ; অনন্ত মহারাজের সামনেই ঘোষণা মুখ্যমন্ত্রীর
`জয় শিবচণ্ডি, জয় বাংলা`, স্লোগান দিলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: বীর চিলা রায়ের (Vir Chila Roy) ৫১২তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, "বীর চিলা রায়কে (Vir Chila Roy) সম্মান জানিয়ে তাঁর ১৫ ফুট উচ্চতার একটি মূর্তি করবে রাজ্য সরকার। রাজ্য পুলিস নারায়ণী সেনাদের (Narayani Sena) নিয়োগ করা হবে। হোমগার্ড, সিভিক ভলেন্টিয়র পদে নিয়োগ করা হবে। এতে প্রায় ৭০০-৮০০ ছেলেমেয়ের চাকরি হবে।"
কোচবিহার ২ ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায় বুধবার বীর চিলা রায়ের (Vir Chila Roy) জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছিল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (The Greater Cooch Behar People's Association)। অনন্ত মহারাজের (Ananta Maharaj) আমন্ত্রণে ওই সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের মানুষের আবেগকে সম্মান জানিয়ে 'জয় শিবচণ্ডি, জয় বাংলা' স্লোগান দেন তিনি। বীর চিলা রায়কে (Vir Chila Roy) সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গেরিলা কায়দায় লড়াই করতেন বীর চিলা রায়। ছত্রপতি শিবাজির মতো চিলা রায় সম্মানিত। আমরা চাই বীর চিলা রায়ের (Vir Chila Roy) বীরত্ব সমগ্র ভারত জানুক। ইতিমধ্যে রাজ্য পুলিসে নারায়ণী সেনা (Narayani Sena) ব্যাটেলিয়ন তৈরি হয়েছে।"
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, "মহাবীর চিলা রায়ের (Vir Chila Roy) জন্য আরও কিছু করতে চায় রাজ্য সরকার। ১৮ লক্ষ টাকা ব্যয়ে চিলা রায়ের ১৫ ফুট উচু মূর্তি তৈরি করবে সরকার। অনন্ত মহারাজের (Ananta Maharaj) অনুরোধ মাত্র দশ দিনে ৩৭ লক্ষ টাকা ব্যয়ে মহাবীর চিলা রায় রোড তৈরি করেছে রাজ্য সরকার। কোচবিহার ২ ব্লকে একটি কমিউনিটি হল তৈরি হবে। যার নাম হবে মহাবীর চিলা রায় কমিউনিটি হল। এতে খরচ পড়বে ৩৫ লক্ষ টাকা।" সভামঞ্চে উপস্থিত অনন্ত মহারাজের (Ananta Maharaj) দিকে তাকিয়ে তিনি বলেন, "আপনারা চাইলে রাজ্য পুলিসে নারায়ণী সেনাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। হোমগার্ড, সিভিক ভলেন্টিয়র পদে নিয়োগ করা যেতে পারে। এতে একসঙ্গে ৭০০-৮০০ ছেলেমেয়ের চাকরি হবে। তাঁরা সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে।"
এরপর কামতাপরী এবং রাজবংশী ভাষাভাষির মানুষদের জন্যও বহু ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "৩০০ কোটি টাকা ব্যয়ে কোচবিহারকে হেরিটেজ টাউন তৈরি করা হচ্ছে। রাজবংশী মানুষদের জন্য ২৭ একর জমিতে ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। তাঁর জন্মদিনে রাজ্য সরকার ছুটি দেয়। ১৭ একর জমিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হবে। মূল ক্যাম্পাসের নাম পঞ্চানন নগর। ৫ কোটি টাকা ব্যয়ে রাজবংশী ভাষা অ্য়াকাডেমি তৈরি হয়েছে। ৫ কোটি ব্যয়ে কামাতাপুরী ভাষা অ্যাকাডেমি হয়েয়ে। ২০০টি রাজবংশী স্কুল তৈরি হচ্ছে।"
কোচবিহারের মানুষদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "ভুল বুঝবেন না। বিশ্বাস রাখবেন। আস্থা রাখবেন। আপনাদের বিশ্বাস পেলে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং উন্নত থেকে উন্নততর হবে। সমস্যা হলে দুয়ারে সরকার ক্যাম্পে যান।" এদিন অনুষ্ঠান শুরুর আগে বীর চিলা রায়কে (Vir Chila Roy) সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর শিবচণ্ডি পুজো করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন অনন্ত মহারাজ (Ananta Maharaj)।
আরও পড়ুন: Municipal Election 2022: বহরমপুরে 'মুছল' দেওয়াল লিখন! অধীরের সামনে প্রতিবাদ TMC-র