নিজস্ব প্রতিবেদন: প্রশাসনিক বৈঠকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন জেলাশাসক। নিজে ঘুরে দেখেছেন দিঘার সমুদ্র সৈকত। আকাশ পথে এবার পূর্ব মেদিনীপুরে ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী।  দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় ঘুর্ণিঝড় ইয়াসের তাণ্ডব শেষ। রাজ্যের উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির চিত্রটা এবার প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। তবে, দুর্গত এলাকা পরিদর্শন করার পর আসল পরিস্থিতি বোঝা যাবে।


আরও পড়ুন: প্রায় ৫৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, বিলকান্দার গেঞ্জি কারখানা থেকে উদ্ধার ৪ জনের দেহ


গতকাল দক্ষিণ ২৪ পরগনার সাগর ও উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেছেন, দুয়ারে সরকার প্রকল্পে সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ক্ষতিপূরণের টাকা। বার্তা দিয়েছেন, ত্রাণ বিতরণের  কোনওরকম কার্পণ্য করা যাবে না। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিং-এ অবশ্য ছিলেন না। তবে, রাজ্য়ের ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে দিয়েছেন মোদীর হাতে। 


আরও পড়ুন: ইয়াসের দাপটে অগ্নিমূল্য বাজার! নাভিশ্বাস মধ্যবিত্তের


কলাইকুণ্ডা থেকে দিঘার উদ্দেশ্য রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক-সহ শীর্ষ আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নেন তিনি। এরপর বিকেলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নিজেই পা-এ হেঁটে ঘুরে দেখেন দীঘার সমুদ্র সৈকত। প্রসঙ্গত, দিঘার উন্নয়নে মোদীর কাছে ১০ হাজার কোটি টাকা আলাদা প্যাকেজও চেয়েছেন মমতা। জানা দিয়েছে, এদিন আকাশপথে মন্দারমনি, শঙ্করপুর, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। দেড়টা নাগাদ তাঁর হেলিকপ্টার নামে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে।