নিজস্ব প্রতিবেদন : বেঙ্গল সাফারি পার্কের সদ্যোজাত ৩টি বাঘের বাচ্চার নামকরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষের দিকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সফরকালেই বেঙ্গল সাফারি পার্কের নতুন সদস্যদের নামকরণ করবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সপ্তাহেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ৩টি শাবকের জন্ম দেয় শীলা নামে একটি বাঘিনী। উল্লেখ্য, বেঙ্গল সাফারি পার্কে একমাত্র বাঘিনী শীলা। শীলা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গেই সাফারি পার্কের তরফে তার বিশেষ যত্ন নেওয়া হয়। শীলা যাতে সুস্থ শরীরে সন্তানের জন্ম দিতে পারে, সেজন্য সবরকম সতর্কতা নেওয়া হয়।


আরও পড়ুন, মাছের বাক্সের নীচে পাচার হচ্ছিল হাজার হাজার কচ্ছপ, ধূলাগড়ে ধরলেন গোয়েন্দারা


তিনটি শাবক জন্মানোর সঙ্গেই বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। সাফারি পার্কের তরফে জানানো হয়েছে, মায়ের যত্নে ছানা ৩টি সুস্থ আছে।