কোথায় কীভাবে এল কঙ্কাল সব ফাঁস করব, ৯ বছর পর অবশেষে নিজের গড়ে ফিরছেন সুশান্ত
কঙ্কালকাণ্ডে তাঁর নাম জড়ান নিয়ে সুশান্ত ঘোষ বলেন, কঙ্কাল কীভাবে এল তার সবই জানতে পারবে রাজ্যবাসী। অনেক মিথ্য কথা রটান হয়েছিল ওই অভিযোগকে ঘিরে
নিজস্ব প্রতিবেদন: এক দাদাকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। শুভেন্দু অধিকারীর পাশাপাশি অন্য আরেক দাদাও কম যান না।
দীর্ঘ ৯ বছর পর নিজের গড় গড়বেতায় ফিরছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সোমবার আলিমুদ্দিনের পার্টি অফিস থেকে বের হওয়ার সময় বললেন, কঙ্কাল কোথায় কীভাবে এল তার সবই জানতে পারবেন রাজ্যবাসী।
আরও পড়ুন-'দলবিরোধী'! আলিপুরদুয়ারের সহ সভাপতি ও ফালাকাটার সাধারণ সম্পাদককে বরখাস্ত করল তৃণমূল
কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি মিলেছে। এবার নিজের গড় গড়বেতায় ফিরছেন একসময়ের প্রবল প্রভাবশালী সিপিএম নেতা। আগামী ৬ ডিসেম্বর তিনি যাবেন শালবনিতে। সেখানে থেকে কমপক্ষে ১০ হাজার কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে ঢুকবেন নিজের কেন্দ্র গড়বেতায়।
উল্লেখ্য, কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। জামিন পেলেও আদালতের নির্দেশে জেলায় ঢোকার অনুমতি পাননি। নিজের কেন্দ্র গড়বেতাতেও যেতে পারেননি। সেই নিষেধাজ্ঞা উঠেছে। ফলে এখন গড়বেতায় যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধাই নেই।
বেশকিছু দিন ধরেই সুশান্ত ঘোষকে সংগঠনের কাজে লাগানোর ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছিলেন দলের তরুণ প্রজন্ম। তবে তাঁর হয়ে প্রচার শুরু করে দিয়েছেন অনুগামীরাই। পড়েছে পোস্টার। তাতে লেখা,'সত্যের জয় সর্বদা। আছে ডিজিটাল পোস্টারও। একটা ডিজিটাল পোস্টারে তো দাবি করা হয়েছে,'কর্মীদের দাবি মেনে অবিলম্বে সুশান্ত ঘোষকে দলের সামনের সারিতে আনা হোক।' এখন লেখা হচ্ছে টাইগার ইজ ব্যাক। এনিয়ে সুশান্ত ঘোষ আজ বলেন, টাইগার কিনা জানি না। তবে ফের লাল ঝান্ডা নিয়েই মাঠে নামব। দল যা বলবে তা করব।
আরও পড়ুন-'মমতার সাথে মেদিনীপুর', সভার আগে মেদিনীপুরে মহামিছিল তৃণমূলের
কঙ্কালকাণ্ডে তাঁর নাম জড়ান নিয়ে সুশান্ত ঘোষ বলেন, কঙ্কাল কীভাবে এল তার সবই জানতে পারবে রাজ্যবাসী। অনেক মিথ্য কথা রটান হয়েছিল ওই অভিযোগকে ঘিরে। যখনই আদালতে কোনও একটি মামলায় স্বস্তি মিলেছে তখনই অন্য মামলা দিয়ে দেওয়া হয়েছে। বহু পুরনো মৃতদেহের পাশ থেকে কীভাবে স্যান্ডো গেঙ্গি পাওয়া গেল তারও রহস্য খুলবে। অনেক ছবিই দেখতে পাবেন ৬ ডিসেম্বর।