নিজস্ব প্রতিবেদন: প্রেমের সম্পর্ক মানতে নারাজ প্রেমিকের বাড়ির লোকজন। শুধু তাই নয়, তার বিয়েরও ঠিক করে ফেলেছে তার পরিবার। খবর শুনেই প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে পড়ল কলেজ ছাত্রী। এনিয়ে শোরগোল মুর্শিদাবাদের ডোমকলের শেখালিপাড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হলে বসে পরীক্ষার সম্ভাবনা ক্ষীণ! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বৈঠক বিশেষজ্ঞ কমিটির  


ওই কলেজ ছাত্রীর দাবি, ডোমকলের(Domkol) শেখালিপাড়ার যুবক আব্বাস উদ্দিনের সঙ্গে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। এনিয়ে আপত্তি ছিল আব্বাসের পরিবারের। সম্প্রতি জুলেখার কানে যায়, আব্বাসের বিয়ের ঠিক করে ফেলেছে তার পরিবার। তার পরেই এই কাণ্ড করে বসে সে।


আরও পড়ুন-সেদিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে কেন্দ্রকে শো-কজের জবাব Alapan-র 


বৃহস্পতিবার বিকেলে আব্বাসের বাড়িতে হাজির হয় জুলেখা নামে ওই কলেজ ছাত্রী। সোজা ঢুকে পড়ার চেষ্টা করে আব্বাসের বাড়িতে। অভিযোগ, তাকে মারধর করে বের করে দেয় আব্বাসের ভাই-বোন। তার পরেই সে আব্বাসের বাড়ির সামনে পোস্টার নিয়ে ধরনায় বসে যায়। তার দাবি বিয়ে করতে হবে নইলে আত্মহত্যা করব।