ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী চান, হাসপাতাল হোক সেবার প্রতিষ্ঠান। মানবিকতার আরেক নাম হোক হাসপাতাল। কিন্তু সরকারি হাসপাতালেই চূড়ান্ত অমানবিকতার ছবি। বেড থেকে মেঝেয় রক্তাক্ত রোগীকে নামিয়ে চলল হাসপাতালে সাফাই। মেঝেয় পড়ে প্রায় দু ঘণ্টা ধরে কাতরালেন রোগী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেউ আগে কোনও দিন দেখেননি। পরিচয়ও জানেন না। ক্যানিং বাজারে রক্তাক্ত অবস্থায় ব্যক্তিকে দেখে শুক্রবার রাতে এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারাই। মাথায় গভীর ক্ষত। ওই ব্যক্তিকে তাঁরাই উদ্যোগী হয়ে নিয়ে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। ভর্তি করা হয় জরুরি বিভাগে। শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, জখম ব্যক্তি মাটিতে পড়ে কাতরাচ্ছেন। চলছে হাসপাতাল সাফাই।


ছবি তুলতেই জখম ব্যক্তিকে তড়িঘড়ি তুলে দেওয়া হয় বেডে। নাঃ, ক্যামেরার সামনে কিচ্ছুটি বলতে চান না হাসপাতাল সুপার অর্ঘ্য চৌধুরী।  কিন্তু এ ঘটনা তো সুপারের ভূমিকাও প্রশ্নের মুখে ফেলে দিল। প্রশ্ন উঠছে, হাসপাতালে এমন অমানবিক কাজের কি পরোক্ষে সমর্থক সুপার? এমন ঘটনার পর কী ব্যবস্থা নিলেন তিনি? প্রশ্নের মুখে টেনে আনল হাসপাতালের প্রশাসনিক প্রধানের অর্থাত্‍ সুপারের অপেশাদারিত্বও। 


ভৌতিক সন্ত্রাস ও ব্ল্যাক মাজিকের শিকার তরুণী