নিজস্ব প্রতিবেদন:  টিউশন পড়ে বেরিয়ে গৃহশিক্ষকের বাড়ির সামনেই হইচই করেছিল সে। মেতে উঠেছিল বন্ধুদের সঙ্গে আড্ডায়। আর সেই ‘অপরাধেই’ ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার যোগীপাড়া এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্বামীর মোবাইলের গ্যালারিতে চোখ যেতেই থ স্ত্রী! পরিণতি মর্মান্তিক...


কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অর্ঘ সাহা রবিবার সন্ধ্যায় স্থানীয় গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিলেন। ছাত্রের পরিবারের দাবি, পড়া শেষের পর অর্ঘ তার বন্ধুদের সঙ্গে গৃহশিক্ষকের বাড়ির সামনে দাঁড়িয়েই গল্প করছিল। সবাই এক সঙ্গে কথা বলায় কোনও একটি বিষয় নিয়ে হইচই হয়ে যায়। তখনই অভিযুক্ত গৃহশিক্ষক বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে মারধর শুরু করে। অর্ঘের গালে ও মাথায় চোট লাগে। মার খেয়ে অসুস্থ হয়ে পড়ে অর্ঘ। তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। পুলিস তদন্ত করে দেখছে।