নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে ফের সংঘর্ষ। চার তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এবার ঘটনাস্থল পাণ্ডুয়ার ধামাসিন গ্রাম পঞ্চায়েত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালে পাণ্ডুয়ার ধামাসিন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে অশান্তি ছড়ায়। অভিযোগ, একদল বিজেপি কর্মী সমর্থক বাঁশ, লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন। তাঁদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


আরও পড়ুন: কর্নাটকে স্বামীকে সাপে কামড়েছিল, ক্যানিংয়ে ঘরে বসে এই কাজ করেই স্বামীকে বাঁচালেন স্ত্রী


অন্যদিকে পূর্ব বর্ধমানের রায়নার নতু গ্রামে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকালে তৃণমূল কর্মী সুকুমার কাঁড়ি চাষের কাজে মাঠে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, কুটিপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটা ক্লাবের সামনে কয়েকজন বিজেপি কর্মী তাঁকে লক্ষ্য করে খারাপ মন্তব্য করে। প্রতিবাদ করলে শুরু হয় বচসা। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ, রাতের দিকে ফের বিজেপি কর্মীরা দল বেঁধে তৃণমূলের দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের যাবতীয় জিনিস তছনছ করে দেয় বলে অভিযোগ। 


আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির অশান্তি মেটাতে গিয়েছিলেন জামাই, পরিণতি হল মারাত্মক


অন্যদিকে, মালদহের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। অস্ত্র হাতে রাতভর চালানো হয়েছে তাণ্ডব। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালাচ্ছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।