নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি নিয়ে বিবাদের জের। পারিবারিক সংঘর্ষে মার অন্তঃসত্ত্বাকে। ক্রিকেটের উইকেট দিয়ে বেধড়ক মারে নষ্ট হল ভ্রূণ। ঘটনা দঃ ২৪ পরগনার উস্তিতে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা এখন ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সুড়ঙ্গে চলছে মশা নিধনের কাজ, ছবি প্রকাশ করল কলকাতা মেট্রো



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই উস্তির পদ্মামা গ্রামের বাসিন্দা আব্দুল গাজির সঙ্গে সাজু গাজির বিবাদ চলছিল। পুকুরে মাছ ধরা নিয়ে মঙ্গলবার সেই অশান্তি আবারও মাথা চাড়া দেয়। অভিযোগ, এরপরই আবদুল গাজি ও তাঁর পরিবারের সদস্যরা সাজুর ওপর চড়াও হন। উইকেট, বাঁশ, লাঠি নিয়ে চলে হামলা। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় সাজুকে। দেওরকে বাঁচাতে ছুটে আসেন তিন মাসের গর্ভবতী মনুজা বিবি। অভিযোগ, মনুজা বিবিকেও উইকেট দিয়ে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনিও। ঘটনাস্থলেই তাঁর গর্ভপাত হয়। প্রতিবেশীরা গিয়ে তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করান। মনুজা বিবির অবস্থা আশঙ্কাজনক। আবদুল গাজি-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।


আরও পড়ুন মাঝ আকাশে বোমাতঙ্ক, দমদমে জরুরি অবতরণ করল গো-এয়ারের বিমান