নিজস্ব প্রতিবেদন: তালা ভেঙে স্কুলে ঢুকল চোর। কিন্তু ছুঁয়েও দেখল না টাকা পয়সা। নিয়ে গেল শুধু কম্পিউটারের হার্ড ডিস্ক! ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি রামকান্ত উচ্চ বিদ্যালয়ের এই চুরির কিনারা করতে গিয়ে রীতিমত ধোঁয়াশায় পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন বিদ্যালয়ের প্রায় ১১টি আলমাড়ি ভেঙ্গে যাবতীয় নথি লন্ড ভন্ড করে দেওয়া হয়। এছাড়াও চুরি হয়ে যায় ১টি প্রজেক্টর, কম্পিউটারের ২টি হার্ডডিস্ক।



স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পুলিস কর্মী। নিজস্ব ছবি।


কিন্তু, স্কুলের আলমারিগুলির মধ্যে টাকা পয়সা-সহ অন্যান্য মুল্যবান সামগ্রী থাকলেও চোরেরা সেগুলি নেয়নি। অথচ, স্কুলে ঢোকার সময় সিসি ক্যামেরাগুলি ব্যাঁকিয়ে দেয় চোরেরা। কিন্তু কী কারণে এই চুরি, তা এখনো পরিস্কার নয়।


ঘটনা নজরে এলে ময়নাগুড়ি থানার পুলিসকে খবর দেওয়া হয়। ময়নাগুড়ি থানার পুলিস ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।


প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, স্কুলের কোনো নথি লোপাট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। স্কুলের বিভিন্ন দিকে একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসি ক্যামেরাগুলির ফুটেজ ক্ষতিয়ে দেখে চোরদের চিহ্নিত করবার চেষ্টা চলছে।


স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মুন্সি রায় জানিয়েছেন, চোরেরা স্কুলের দুটি কমপিউটারের হার্ড ডিস্ক নিয়ে গেলেও সিসি ক্যেমেরার হার্ড ডিস্কটি নিয়ে যেতে পারেনি। আমরা বিষয়টি পুলিসকে জানিয়েছি।


 ময়নাগুড়ি থানার আই সি তৌহিদ আহমের বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।