নিজস্ব প্রতিবেদন: 'TMC উঠে যাবে। ও দল আর থাকবে না!' বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhuri)। তিনি বলেন, 'TMC উঠে যাবে। আর Congress শক্তিশালী হবে। সবার জন্য কংগ্রেসের (Congress) দরজা খোলা।' উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কংগ্রেসের যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তেমন কোনও সম্ভাবনা কি আছে? অধীর অবশ্য সাফ জানালেন, 'শুভেন্দু আমাদের কাছে আসবে না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'দলে এলে স্বাগত জানাব', প্রতিক্রিয়ায় জানালেন Dilip, বাংলার গণ আন্দোলনের পক্ষে বড় সিদ্ধান্ত: Mukul


বিজেপি যোগ দেওয়ার স্রেফ সময়ের অপেক্ষা? আর কয়েকদিন অপেক্ষা করলেই হয়তো উত্তর জানা যাবে। তবে তৃণমূলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখলেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার Zee ২৪ ঘন্টা প্রথম জানিয়েছিল, আজ বিধায়ক পদ থেকে শুভেন্দু ইস্তফা দিতে পারেন। সেই খবরই শেষপর্যন্ত সত্যি হল। সাদা স্করপিও গাড়িতে চেপে এদিন বিকেলে বিধানসভায় হাজির হন শুভেন্দু (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন শুধু একজন ব্যক্তিগত দেহরক্ষী। স্পিকার তখন বিধানসভায় ছিলেন না। বিধানসভার সচিবের ঘরে গিয়ে তাঁর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক।  এরপর আপাতত শেষবারের মতো নিঃশব্দেই বিধানসভা থেকে বেবিয়ে যান শুভেন্দু। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এদিন কোনও কথা বলেননি তিনি।


আরও পড়ুন: শুভেন্দু সরণি! পুরসভার কাউন্সিলর থেকে বিধায়ক পদে ইস্তফা, রইল এক ঝলকে


সূত্রের খবর, আগামীকালই দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই দলবদলের রূপরেখা চূড়ান্ত হবে। এখনও পর্যন্ত যা খবর, শনিবার নিজের খাসতালুক মেদিনীপুরে (Midnapore) অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে গেরুয়াশিবিরে যোগ দেবেন তিনি। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও, বিজেপি নেতা মুকুলের বক্তব্য, 'আমি মনে করি, শুভেন্দু বিজেপি এলে ভালো হবে। সুযোগ হলে কথা বলব।'