সোমা মাইতি: এবার খড়গ্রামে অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, চাপে পড়েই তিনজনকে গ্রেফতার করছে প্রশাসন। গ্রেফতারিতে শক্তি কমেনি অপরাধীদের। এখনও মানুষ আতঙ্কে। এলাকায় পুলিস ক্যাম্পের দাবি প্রদেশ সভাপতির। খড়গ্রামে প্রতিবাদ মিছিলেও সামিল হন অধীর চৌধুরী। খড়গ্রামে হত কংগ্রেস কর্মীর পরিবারের পাশে থাকার বার্তা অধীরের। কান্নায় ভেঙে পড়লেন ফুলচাঁদের আত্মীয়রা। কেন পরিযায়ী শ্রমিক খুন? জবাব দিন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে মধ্যযুগীয় বর্বরতা চলছে। শেষ দেখে ছাড়বেন। তোপ অধীরের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Panchayat Election 2023: আইএসএফ নেতাকে মনোনয়ন ফর্ম দেওয়ায় সরকারি কর্মীর নাকে ঘুঁসি মারার অভিযোগ, তোলপাড় ভাঙড়


এদিন অধীর খড়গ্রামে দাঁড়িয়ে বলেন, একটা গরিব পরিবার। তারা পরিযায়ী শ্রমিকের পরিবার মেহনত করে খায়। তারা কী এমন তৃণমূলের ক্ষতি করতে পারত? তারা কি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারত? পরিযায়ী পরিবারের উপরে এমন পাশবিক আক্রমণ করে তৃণমূলের কর্মীরা কী বার্তা দিতে চাইছে। একটা গরিব পরিবারকে কেবল খুন করাই নয়, ঘরের জিনিসপত্রও লুঠ করেছে। গ্রামের বিদ্যুৎ কেটে দিয়েছে। এমনকী গবাদি পশুদের ল্যাজ কেটে দিয়েছে। মধ্যযুগীয় বর্বরতা চলছে মুর্শিদাবাদে। ছোট ছোট বাচ্চা দুটো জানে না তাদের বাবা মারা গিয়েছে। 


এমনকী কংগ্রেস নেতার দাবি, এই পাশবিকতার কি কোনও প্রয়োজন ছিল দিদিভাই। যদি বাংলা লুঠ করেই দখল করার ইচ্ছে থাকতো আপনার তাহলে বন্ধ করে দিতেন পঞ্চায়েত নির্বাচন। প্রসঙ্গত, খড়গ্রাম কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত ইমরান শেখ। এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ইমরান। ফুলচাঁদ শেখ খুনে ১৫জনের বিরুদ্ধে FIR হয়। এর মধ্যে প্রথম অভিযুক্ত ইমরান। গতকাল পুলিস তাঁকে মাড়গ্রাম থেকে গ্রেফতার করে। ইতিমধ্যেই গতকাল  ফুলচাঁদ শেখ খুনে গ্রেফতার করা হয় দুই তৃণমূলকর্মীকে।



আরও পড়ুন, Panchayat Election 2023: মনোনয়নের দ্বিতীয় দিনে রণক্ষেত্র ডোমকল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)