কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে আহত ২, উত্তপ্ত উত্তরপাড়া
মাখলার সভাপতি বাপী মিত্র ও ২২ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি তারক মন্ডলের অনুগামীদের মধ্যে বচসা বাঁধে। এরপর পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছায়।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে ফের গোষ্ঠীদ্বন্দের জেরে উত্তপ্ত উত্তরপাড়া। মাখলায় বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারের প্রচারে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা। এদিন প্রার্থীর সামনেই বচসা বাঁধে। মাখলার সভাপতি বাপী মিত্র ও ২২ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি তারক মন্ডলের অনুগামীদের মধ্যে বচসা বাঁধে। এরপর পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছায়।
আরও পড়ুন: তাপস পালের হয়ে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তারকের অনুগামীদের দাবি, প্রার্থীর প্রচারে বাঁধা দেয় অন্যওয়ার্ডের কর্মীরা। ঘটনায় তারক ও বাপি দুজনেই গুরুতর জঘম হয়েছে। তারক মন্ডলকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাপিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার বলেন, "প্রচারের রুট নিয়ে একটা সমস্যা হয়েছিল। মারপিট হয়েছে কিনা আমার জানা নেই।"
প্রসঙ্গত, গত শুক্রবার প্রচার নিয়ে অশান্তির জেরে হুগলির প্রার্থী লকেট চ্যাটার্জীর বাড়িতে ভাঙচুর চলে।