নিজস্ব প্রতিবেদন: রাজ্যপাল ও মমতার দ্বৈরথে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে গত সপ্তাহেই ইচ্ছে প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যদিও রাজ্যপালের দাবি, এখনও সময় দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই জমেছে ক্ষোভ। বৃহস্পতিবার এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, 'পারস্পরিক অশ্রদ্ধা থাকলেও সাংবিধানিক দায়িত্ব আগে'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন: উত্তর ভারতে কনকনে ঠান্ডা, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাংলায় ঢুকতে বাধা পাচ্ছে শীত


বিবাদ মেটাতে সংলাপই পথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক দূরত্ব মেটাতে উদ্যোগী হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিবাদ মেটাতে সংলাপই পথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক দূরত্ব মেটাতে উদ্যোগী হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত সপ্তাহে বিধানসভার গেটের বাইরে রাজ্যপাল বলেছিলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ মুখ্যমন্ত্রী। এরপরই বরফ গলাতে উদ্যোগী হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নিজেই ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নম্বরে। রাজ্যপালের জানান,''ফোনে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। উনি জানিয়েছেন, বিধানসভা ও দিঘা সফরের পর কথা বলবেন।'' তবে এখনও বৈঠকের দিন নির্ধারণ না হওয়ায় ফের ক্ষোভ প্রকাশ করেছেন ধনখড়।