Contai: রাজ্যে এই প্রথম, সমবায় সমিতির নির্বাচনে আধাসেনা মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের
Contai: ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি লাগানোর নির্দেশ এবং সেই ফুটেজ আদালতে জমা করতে নির্দেশ দিয়েছে
কিরণ মান্না: মেদিনীপুরে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষের খবর আসছে। নন্দীগ্রামে সমবায় নির্বাচনকে ঘিরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে। এরকম এক পরিস্থিতিতে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে আসা সেনা মোতায়েনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-মুর্শিদাবাদে ফের বোমার বলি ৩! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ...
শুনলেই অবাক হয়ে যেতে হয় যে সমবায় সমিতির কোনও ভোটে ব্যবহার করা হচ্ছে আধাসেনা। হ্যাঁ। রাজ্যে এই প্রথম এমন ঘটনা ঘটতে চলেছে। সম্প্রতি কাঁথি কো-অপারেটিভ সোসাইটির ভোটের দিনক্ষণ ঘোষণার পরই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অতি উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে প্যারা মিলিটারি মোতায়েন করার দাবি জিনিয়েছিলেন ব্যাঙ্কের সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর।
ওই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কাঁথির ১,২,৩,৪ এবং এগরা ভোটকেন্দ্রে আধাসেনা ব্যবহারের নির্দেশ দিয়েছে। শুধু তাই নয় সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি লাগানোর নির্দেশ এবং সেই ফুটেজ আদালতে জমা করতে নির্দেশ দিয়েছে।
আগামী ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট। এই বৃহৎ পরিসরের সমবায় ব্যাঙ্কের তিনটি টার্মে চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালে শুভেন্দু অধিকারীকে অপসারণের পর এই ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচন নানান অছিলায় প্রায় আড়াই বছর ধরে বন্ধ ছিল। সেই নির্বাচন এবার সুপ্রিম কোর্টের নির্দেশে হতে চলেছে।
উল্লেখ্য, তমলুক কো অপারেটিভের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, নন্দীগ্রামে জয়ী হয়েছে বিজেপি। তারপরই এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের নাম শ্রীকান্ত মণ্ডল। তিনি নন্দীগ্রাম ১ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামের বাসিন্দা। হমলায় আহত হন শ্রীকান্ত মণ্ডল এবং শ্রীমন্ত ২ ভাই। রবিবার রাতে বাড়িতে ঢুকে তাদের মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় । শ্রীমন্তের চিকিৎসা চলছে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ভোরে মৃত্যু হয় শ্রীকান্তের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)