নিজস্ব প্রতিবেদন: তুলসি পাতার রস খেলে করোনাকে প্রতিরোধ করা সম্ভব। বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সোমবার কালনা মহকুমা হাসপাতাল চত্বরে ১১০টি তুলসি গাছের চারা লাগান তিনি। তখনই সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা পরিস্থিতি মোকাবিলায় তত্পর রাজ্য। তবে মানুষের মধ্যে কিছুক্ষেত্রে ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে ।  করোনার আশঙ্কায় মানুষ কী কী না করছেন! সম্প্রতি কেরালার এক ব্যক্তি ভয়ের চোটে গাছগাছড়ার রস, শিকড় খেয়েছেন তার ফলেই লিভারের বারোটা বেজেছে তাঁর। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখবর ।


 এরই মধ্যে রাজ্যের মন্ত্রীর মন্তব্য  ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রসঙ্গত, কালনা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জেলা প্রকৃতি এবং পশুপ্রেমী সংস্থার তরফে প্রথমে হাসপাতালে খালি জায়গায় ভেষজ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়। তাদের সম্মতি দেওয়া হয়। এ দিন বেশ কয়েকটি তুলসি গাছ পোঁতেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।


তুলসি পাতার রস খেয়ে সর্দি, কাশি এড়ানো সম্ভব, সে কথা আর্য়ুবেদে বলা আছে। তবে তা খেলে যে করোনা প্রতিরোধ করা সম্ভব, তার কোনও প্রমাণ মেলেনি ।  কিন্তু এমনই দাবি করে বসেন মন্ত্রী। তিনি বলেন, "তুলসি পাতার রস খেলে করোনা এড়ানো সম্ভব।"


আরও পড়ুন: বাবার স্বেচ্ছাচারি, উত্শৃঙ্খল জীবনযাপনে বাধা দিয়েছিল ছেলে! পরিণতি মর্মান্তিক...


মন্ত্রী বলেন, ‘‘সুস্থ জীবন গড়তে তুলসির রস দুর্দান্ত কাজ করে। তুলসি গাছ থেকে দূষণমুক্ত হাওয়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছলে রোগীদের ভাল লাগবে।’’ এর পরেই করোনা-প্রতিষেধক হিসেবে তুলসির রস কাজে লাগছে, দাবি করেন তিনি। সোমবার হাসপাতাল চত্বরে ১১০ টি তুলসি গাছের চারা লাগান। ইতিমধ্যেই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা শুরু করেছেন বিরোধীরা।