নিজস্ব প্রতিবেদন: কোভিড কেস নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বেই করোনার টেস্ট দিন প্রতি ২৫ হাজারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সঙ্গে বাড়ানো হচ্ছে গতিবিধির উপর নজরদারিও। কিন্তু, তাতেও কাজ না হলে ফের সাধারণের গতিবিধির উপর নিয়ন্ত্রণ টানা হতে পারে। জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবছরের লকডাউনের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। বছর ঘুরতে না ঘুরতেই কি ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে রাজ্য? যদিও স্পষ্ট কোনও উত্তর এখনও মেলেনি, তবে পরিস্থিতিও ভাল না। উত্তর রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। টেস্ট বাড়তেই দৈনিক সংক্রমণ বেড়ে গেল।


আরও পড়ুন:  দমানো যাচ্ছে না! ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৭,২৬২ জন


গত ২৪ ঘণ্টায় ৪৬২ জনের শরীরে ভাইরাস মিলেছে। গত ২৪ ঘণ্টায় ফের সংক্রমণের ‘হটস্পট’ হয়ে উঠেছে কলকাতা এবং উত্তর ১৪ পরগনা। দু’টি জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা শতাধিক। কলকাতায়, ১৫৬ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, সংক্রমিত ১০৪ জন। 


গত ২৪ ঘণ্টায় কোভিডের বলি দুজন। বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত কয়েক দিনের তুলনায় সংক্রমণের হার কিছুটা কমেছে, তবে তা ২ শতাংশের উপরেই। বুধবার নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৬৫টি।