নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্ক কাটছে না। রাজ্যে পাল্লা দিয়েই বাড়িছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৮২ জন। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৩১,৪৮৪ জন। ২২ সেপ্টেম্বর অনুযায়ী রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪, ৯৭১। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এ বছর নভেম্বরে শুরু হবে ফার্স্ট ইয়ারের ক্লাস, জানালো UGC


আক্রান্তের পাশাপাশি রাজ্যে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। গত ১ দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৪,৪৮৩ জন। তবে আশা জাগাচ্ছে সুস্থতার হারও। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৩,০৪৭ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে সবমিলিয়ে করোনা মুক্ত হয়েছেন মোট ২,০২,০৩০ জন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৭.২৮  শতাংশ।


আরও পড়ুন: পুজোর আগেই শুরু করতে হবে ২২৫টি ব্রিজের মেরামতি, জেলার সঙ্গে বৈঠক পূর্ত দফতরের


তবে এখনও রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন। উত্তর ২৪ পরগনায় শেষ ১ দিনে আক্রান্ত হয়েছেন ৫১৫ জন।