নিজস্ব প্রতিবেদন:   শালবনি করোনা হাসপাতালে করনো আক্রান্ত এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিসের।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 জানা গিয়েছে, গোপাল ঘোড়ই নামে বছর ৪৫-এর ওই ব্যক্তি খড়্গপুর গ্রামীণ থানার সুলতানপুর এলাকার বাসিন্দা। শুক্রবার ভোরে কোভিড ওয়ার্ডের পাশ থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। চলতি মাসের ১২ তারিখে করোনা উপসর্গ নিয়ে শালবনি করোনা হাসপাতালে ভর্তি হন তিনি।


মৃতের ছেলের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে তাঁর বাবাকে। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন পায়ে ইনফেকশন নিয়ে ভুগছিলেন গোপাল ঘোড়াই। নিজের পায়ে হাঁটতেও পারতেন না বছর ৪৫-এর করোনা আক্রান্ত এই রোগী।

আরও পড়ুন: অঝোরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে আর কতদিন থাকবে এই পরিস্থিতি, জানাল আবহাওয়া দফতর
এমনকি হাসপাতালে ভর্তির সময়ও তাঁকে কাঁধে করে ভর্তি করা হয়েছিল বলে দাবি করোনা আক্রান্ত রোগীর ছেলের। তাই কোনওভাবেই তাঁর বাবা আত্মঘাতী হতে পারেন না বলে দাবি ছেলের। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।