নিজস্ব প্রতিবেদন: করোনায় থরহরিকম্প গোটা বিশ্ব। সংক্রমণ ঠেকাতে তৎপর প্রশাসন। সতর্কতা অবলন্বন করা হচ্ছে বিভিন্ন মহলে। আর করোনার ত্রাস থেকে বাঁচতেই বিধানসভায় ডাকা হলো সর্বদলীয় বৈঠক। বন্ধ হতে পারে অধিবেশন। গত শুক্রবারই বিধানসভায় লোক ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। এবার বৈঠকে বিধানসভা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল। বিধানসভা মানেই জমায়েত। সেক্ষেত্রে বিধিনিশেষ আরোপ করেও সমস্যা ঠেকানো সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত। এখানে স্থগিত করে আতঙ্ক তৈরি করি হলো। তবে ভোট পিছিয়ে যাওয়ায় সুজনের দাবি, "বলা হয়েছে ৭ দিন মুলতুবি করা হোক। সেই জায়গায়  বাজেট গিলোটিন করে অধিবেশন বন্ধ করা হল।" "তবে কি কাল থেকে নবান্নও বন্ধ হবে"? প্রশ্ন সুজনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনা ঠেকাতে বাড়তি সতর্কতা ট্রেনে, কামরাকে জীবানুমুক্ত করতে একাধিক ব্যবস্থা কর্তৃপক্ষের


করোনার সতর্কতা জারি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও। বাড়তি সতর্কতা ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, তবে করোনার জেরে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এবার থেকে বিধায়করা ১ জনের বেশি সঙ্গী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। বিধায়কদের পাশাপাশি গ্যালারিতেও দর্শক সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। নিয়ন্ত্রণ জারি সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রেও।