নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করছেন ডাক্তার, নার্স-সহ অন্যান্য চিকিত্সা কর্মীরা। পাশাপাশি ময়দানে নেমে লড়াই করছেন পুলিস প্রশাসনের কর্মীরাও। কিন্তু রেলের কর্মীরাও এদের থেকে কম ঝুঁকিপূর্ণ কাজ করেন না। তারাও রোজই মানুষের কাছাকাছি আসেন। তাই তাদেরও ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে ঘোষণা করা হোক। রাজ্যকে চিঠি দিল রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'ফের আসবে Coronavirus, শীর্ষে উঠবে গ্রাফ, আগেই সতর্ক করেছিলাম': কেন্দ্র


রেলের(Indian Rail) যুক্তি প্রতিদিনই স্টেশন মাস্টার, রেল চালক, পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কর্মী, টিকিট চেকার-সহ অন্যান্য রেলকর্মীরা মানুষের সংস্পর্শে আসেন। তাই তারাও খুব সহজেই করোনা আক্রান্ত হতে পারেন। ফলে তাদেরও ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে ঘোষণা করে কোভিড টিকা দেওয়া হোক। এতে রেলের পরিষেবা বজায় থাকবে। ওড়িশা(Odisha) সহ বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই ওই ব্যবস্থা করেছে। একই ব্যবস্থা চালু করুক বাংলাও।


আরও পড়ুন-Vaccination সম্পূর্ণ হলে মাস্ক নয় আমেরিকায়, Biden এর টুইটে নেতিবাচক প্রভাবের আশঙ্কা


উল্লেখ্য, করোনা সংক্রমণের দাপটে ইতিমধ্যেই দক্ষিণপূর্ব রেলের কয়েকশো কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বহু লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। রেলের প্রস্তাব মেনে রেলকর্মীদের টিকাকরণের ব্যবস্থা করলে তাঁরা অনেকটাই চিন্তামুক্ত হবেন। এমনটাই মনে করছে রেল।