নিজস্ব প্রতিবেদন : দিনরাত এক করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন যাঁরা, এবার আক্রান্ত তাঁরা-ই। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে পুলিসকর্মীরা, এবিষয়ে দ্বিতীয় প্রশ্ন করার কোনও অবকাশ নেই। অথচ তাঁদের নিরাপত্তা নিয়েই উঠল প্রশ্ন। আইসোলেশন ওয়ার্ডের ভিতর রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত এক নার্স। অত্যন্ত নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে আসানসোল জেলা হাসপাতালে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, আইসোলেশন বিভাগে কর্মরত ছিলেন ওই নার্স। তাঁকে মারধর করেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক রোগীর মৃত্যু হয়। অভিযোগ, ওই রোগীর মৃত্যুর খবর পাওয়ার পরই হাসপাতালে চড়াও হন রোগীর বাড়ির লোকেরা। আইসোলেশন ওয়ার্ডের ভিতর ঢুকে পড়েন তাঁরা। আইসোলেশন ওয়ার্ডের ভিতর ঢুকে পড়ে কর্তব্যরত ওই নার্সকে বেধড়ক মারধর করেন। মারধরের চোটে জখম হন শর্মিষ্ঠা দে নামে ওই নার্স। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। 


এই ঘটনার পর হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। নার্সিং সুপারিন্টেন্ডেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সরা। তাঁরা দাবি করেন, অবিলম্বে নিরাপত্তা আরও বাড়াতে হবে। আরও আটসাঁট করতে হবে। যাঁরা মারধর করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি আইসোলেশন ওয়ার্ডের ভিতর কীভাবে রোগীর আত্মীয়রা পৌঁছে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারও কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে, তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভরত নার্সরা।


আরও পড়ুন, ইদের উপহার! এক-দুটো নয়, বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন পাঠাল ভারত