নিজস্ব প্রতিবেদন: ব্রিটেনের নতুন করোনা প্রজাতি নিয়ে সতর্ক গোটা দেশ। দেশের একাধিক রাজ্যে এনিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যেই ফের কমল রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১,০২৮ জন। রবিবার এই সংখ্য়া ছিল ১,৪৩৫। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ৫,৪৮,৪৭১।


আরও পড়ুন-বিধানসভায় BJP প্রার্থী হতে চান? নাম-ধাম দিয়ে আবেদনপত্র জমা দিন ড্রপবক্সে


আক্রান্তের সংখ্যার সঙ্গে কমছে মৃতের সংখ্যাও। গত একদিনে রাজ্যে করোনার শিকার হলেন ২৭ জন। রবিবার ওই সংখ্যা ছিল ২৯। সবেমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯,৬২৫। 


রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫,৪৮,৮৭১ হলেও সুস্থ হয়েছেন ৫,২৫,৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬১৪ জন। সুস্থতার হার ৯৫.৮৫ শতাংশ।


আরও পড়ুন-কেন্দ্র ডেপুটেশনে চেয়েছিল, হোমগার্ডে বদলি করা হল IPS ভোলানাথ পাণ্ডেকে


কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে নিয়ে বরাবরই উদ্বেগে থেকেছে রাজ্য সরকার। গত একদিন কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২০০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। প্রাণ হারিয়েছেন ৭ জন।