বাড়িতে Covid রোগী, শহরের এমন ৩০০ পরিবারকে একমাসের খাদ্যশষ্য দিল Siliguri পুরসভা
ওইসব খাদ্যশষ্য প্রতিটি বোরোর আধিকারিকদের হাতে তা তুলে দেন পুর প্রশাসক গৌতম দেব
নিজস্ব প্রতিবেদন: করোনা সামাল দিতে কার্যত লকডাউনেই গিয়েছে গোটা রাজ্য়ে। ফলে দৈনিক খেটে খাওয়া মানুষ পড়েছেন মহা বিপদে। অনেকেরই এমাসের শেষপর্যন্ত চলার মতো রসদ নেই। তার উপরে বাড়িতে কোনও কোভিড রোগী থাকলে তো আরও বিপদ। সমস্যা সমাধানে এগিয়ে এল শিলিগুড়ি পুরসভা।
আরও পড়ুন-অভিযুক্তদের গ্রেফতার পরবর্তী পরিস্থিতি দেশের ইতিহাসে নজিরবিহীন, নারদ মামলায় সওয়াল CBI-এর
শিলিগুড়ি পুরসভার(Siliguri Municipality) মোট পাঁচটি ওয়ার্ডে রয়েছে মোট ৪৭টি বোরো। সেইসব বোরোতে বহু পরিবারে রয়েছেন কোভিডে রোগী(Covid Patient)। পুরসভার পক্ষ থেকে এমন ৩০০ পরিবারকে একমাসের খাদ্যশষ্য দিল শিলিগুড়ি পুরসভা। এক একটি পরিবারের ৪ জন সদস্য রয়েছেন ধরে নিয়েই ওই খাদ্যশষ্যের পরিমাণ ঠিক করা হয়েছে।
আরও পড়ুন-১২০ বছর বয়সেও সামনে থেকে নেতৃত্ব! নিজে প্রথম টিকা নিয়ে বাকিদের সাহস জোগালেন শতায়ু
শহরে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এরকম এক পরিস্থিতিতে গরিব মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছেসেবী সংস্থা। রাজ্য সরকারও রেশন দিতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবার পুরসভা নিজের উদ্যোগে কোভিড আক্রান্তের পরিবারকে একমাসের খাদ্যশষ্য দেওয়ার সিদ্ধান্ত নিল। আজ ওইসব খাদ্যশষ্য প্রতিটি বোরোর আধিকারিকদের হাতে তা তুলে দেন পুর প্রশাসক গৌতম দেব।