নিজস্ব প্রতিবেদন: শনিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কমলেও রাজ্যে বাড়ল করোনায় মৃতের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হলেন ৩,১৭৭ জন, মৃত্যু হল ৬১ জনের। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩,১৮৮, মৃত্যু হয়েছিল ৫৬ জনের।


আরও পড়ুন-'রাজ্যসভায় বিরোধীদের হাঙ্গামা অত্যন্ত লজ্জাজনক ও সংসদের গরিমার পরিপন্থী'


রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৫,১৩৭ জন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৮০৬।


রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ পার করে গেলেও সুস্থ হওয়ার সংখ্যাও চোখে পড়ার মতো।  এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ১,৯৫,৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২,৯৫৮ জন। শতাংশের হিসেবে এই হার ৮৭.০৫।


আরও পড়ুন-নারীকে বাদ দিয়ে কীসের নারীবাদ? অচেনা বিদ্রোহীর ইনকিলাবে, জিন্দাবাদ আমাদেরও!


এদিকে, রাজ্যে গত একদিন মৃত্যু হয়েছে ৬১ জনের। এনিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৪,৩৫৯। এর মধ্যে কলকাতায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত কলকাতায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১৫৮১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮১ জনের। হাওড়ায় এখনও পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৪৯৭ জন।