নিজস্ব প্রতিবেদন: রাজ্যের করোনা পরিস্থিতি ভালোর দিকে নয় মোটেই। পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনা নিয়ে আজ সর্বদল বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। লোকাল ট্রেন চলবে না, মেট্রোও বন্ধ থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনার কোপ! বদলে যেতে পারে শিক্ষাবর্ষ, UGC-কে নির্দেশ মন্ত্রীর
 
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন আরও ৪৪৫ জন। গতকাল এই সংখ্যা ছিল ৩৭০ জন। রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫,১৭৩। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মত্যু হল মোট ১১ জনের। সবেমিলিয়ে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হল ৫৯১। এমনটাই জানানো হয়েছে রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিনে।


রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯,৭০২। অর্থাত্ আক্রান্তের অর্ধেকেরও বেশি। এখনও পর্য্ন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪,৮৮০ জন। রোগী ছাড়া পাওয়ার হার ৬৩.৯৪ শতাংশ।


অন্যদিকে, স্যাম্পেল টেস্টের ওপরে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্য্ন্ত ৪,২৯,৭৬৬ টি স্যাম্পেল টেস্ট হয়েছে। রাজ্যের ৭৮টি হাসপাতালে করোনার চিকিত্সা হচ্ছে।


আরও পড়ুন-সরকারের অপেক্ষা না করে নিজেরাই ভাড়া বাড়িয়ে নিলেন ১৩টি রুটের ৬৮ বাসের মালিকরা


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে, ৬ জনের। মোট মৃত্যু ৩৪৫ জনের। হাওড়ায় এখনও পর্যন্ত করোনায় মৃ্ত্যু হয়েছে ৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২ জন। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন জন।