ভ্যাকসিন না পেয়ে আতঙ্কে অশোকনগর কোভিড হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালকরা
হাসপাতালে রয়েছেন ১০ জন অ্যম্বুল্যান্স চালক। এদের মধ্যে মাত্র ২ জন কোভিড টিকা পেয়েছেন
নিজস্ব প্রতিবেদন: উত্তর ২৪ পরগনা জেলায় এখন সবচেয়ে বড় আতঙ্ক করোনা সংক্রমণ।
কোভিডের প্রথম ঢেউয়ের পর এই দ্বিতীয় ঢেউয়েও মারাত্মক আকার নিয়েছে সংক্রমণ। এরকম পরিস্থিতিতে কাজ বেড়েছে জেলা হাসপাতালগুলির অ্যাম্বুল্যান্স চালকদের(Ambulance driver)। করোনা রোগীদের বাড়ি থেকে হালপাতালে পৌঁছে দেওয়ার কাজ করছেন তারাই। কিন্তু তাদের অনেকেই ভ্যাকসিন(Covid vaccine) পাচ্ছেন না।
আরও পড়ুন-ভোট পরবর্তী হিংসা ও লুঠতরাজ, পদক্ষেপ করেনি প্রশাসন, আমি যাব: Dhankhar
অশোকনগর করোনা হাসপাতালে রয়েছেন ১০ জন অ্যম্বুল্যান্স চালক। এদের মধ্যে মাত্র ২ জন কোভিড টিকা পেয়েছেন। বাকীরা পাননি। টিকা না পাওয়া চালকদের অভিযোগ হাসপাতালকে বারংবার জানিয়েও কোনও কাজ হয়নি।
আরও পড়ুন- শীতলকুচিকাণ্ডে তৎপর CID, CISF-এর ৬ জওয়ানকে তলব
অ্যাম্বুল্যান্স চালকদের বক্তব্য, জীবন বাজি রেখে তাঁদের কাজ করতে হয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা প্রথম সারির যোদ্ধা। তাই তাঁদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়া হোক।