নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা মোকাবিলায় এগিয়ে এল বিজেপি। রাজ্য বিজেপির সাংসদ ও বিধায়করা তাঁদের তহবিল থেকে দানের পাশাপাশি অনেকেই দিলেন এক দিনের বেতনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লকডাউন মানছেন না কলকাতা-রাজ্যের কিছু জায়গায় মানুষ, সেনা নামানোর দাবি জানাল বিজেপি


রাজ্যে বিজেপির এক বিধায়ক সহ করোনা মোকাবিলায় অর্থ দান করলেন ১৭ সাংসদও। আজই তৃণমূলের সাংসদরা করোনা মোকাবিলায় সাংসদ তহবিলের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে সর্বোচ্চ ১.১ কোটি টাকা দান করা হয়েছে। সেই অঙ্ককে পেছনে ফেলে দিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি দিচ্ছেন ৮ কোটি টাকা।


আরও পড়ুন-রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনার সংক্রমণ মিলল আরও এক প্রবীনের দেহে


বিজেপি সংসদদের মধ্যে ১ কোটি বা তার বেশি টাকা দিয়েছেন ৭ সাংসদ। এদের মধ্যে রয়েছে এস এস আলুওয়ালিয়া, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর। বাকি অনেকেই দিয়েছেন ৫০-৮০ লাখের মধ্যে।


এছাড়াও দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা তামাং দিয়েছেন ২০ লাখ টাকা।  সবেমিলিয়ে দেওয়া হচ্ছে ২০.৩ কোটি টাকা।