লকডাউন মানছেন না কলকাতা-রাজ্যের কিছু জায়গায় মানুষ, সেনা নামানোর দাবি জানাল বিজেপি
আগামিকাল ৩০ তারিখ বেলা ১২টা থেকে ভারত তৃতীয় ফেজে প্রবেশ করছে
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস মোকাবিলায় একমাত্র রাস্তা লকডাউন। রাজ্যের বিভিন্ন জায়গায় তা মেনেও চলছেন সাধারণ মানুষ। তার পরেও কলকাতার কিছু চিহ্নিত জায়গা ও রাজ্যে কয়েকটি জায়গায় সাধারণ মানুষ লকডাউন মানছেন না। এমনটাই মনে করছেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, যেসব জায়গায় লকডাউন মানা হচ্ছে বা সেখানে এক্ষুনি সেনা নামানো হোক।
আরও পড়ুন-করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে প্রায় ১৩ কোটি টাকা দিলেন তৃণমূলের ২২ এমপি
রবিবার রাহুল সিনহা বলেন, প্রধানমন্ত্রী ২১ মার্চ জনতা কার্ফুর কথা ঘোষণা করেন। সেদিন দেশে করোনা সংক্রমিত লোকের সংখ্যা ছিল ২০০, মৃতের সংখ্যা ছিল ৩। আর আজ এই ২৯ মার্চ আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় হাজারের কাছাকাছি এবং মৃত ২৫। অর্থাত্ রোজ একশোর ওপর মানুষ আক্রান্ত হচ্ছেন। আগামিকাল ৩০ তারিখ বেলা ১২টা থেকে ভারত তৃতীয় ফেজে প্রবেশ করছে।
রাহুল সিনহা বলেন, চিন, জাপান আক্রান্তের সংখ্যার দিক থেকে আমেরিকা, ইতালি, ফ্লান্সের থেকে অনেক এগিয়ে ছিল। লক ডাউনের মধ্যে দিয়ে নিজেদের সামলে নিয়েছে চিন ও জাপান। তাই এই থার্ড ফেজে আমাদের সাবধান হতে হবে। বাংলার সঙ্গে গোটা দেশে লকডাউন পালন করছে। কিন্তু রাজ্যের কিছু লোক তা করছে না। দেশের সবার সঙ্গে করোনা মোকাবিলায় তাঁরা লড়াইয়ে সামিল হচ্ছেন না।
আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮৭, মৃত ২৪, রাজ্যে আক্রান্ত ১৭
বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন, কলকাতার বেশকিছু চিহ্নিত স্থান ও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অবিলম্বে সেনা নামানো প্রয়োজন। তা নাহলে এই পরিস্থিতি থেকে ভয়ঙ্কর অবস্থা হতে পারে। এখনও পরিসংখ্য়ানের দিক দিয়ে অন্যান্য রাজ্যের তুলনায় স্বস্থির অবস্থায় রয়েছি। এখনই সতর্ক না হলে এই স্বস্থি মুহূর্তে চুরমার হয়ে যাবে। সবাইকে অনুরোধ প্রধানমন্ত্রীর অনুরোধকে মর্যাদা দিয়ে করোনার বিরুদ্ধে চ্যালেঞ্জকে গ্রহণ করুন। লকডাউনকে একশো শতাংশ সফল করুন।