নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে মালবাজারে দিন দিন বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্য়া। রাজ্য বর্তমানে চলছে লকডাউনের পরিস্থিতি। ফলে অনেকেই কাজ হারিয়ে বাড়িতেই বসে রয়েছেন মালবাজার-সহ মাল ব্লকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চারজনের পরিবার; করোনা যুদ্ধে হার মানলেন বাবা-মা-ভাই, একা ফিরলেন ঈশানী


বহু বাড়িতেই এখন করোনা রোগী(Covid Patient)। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে বের হতে পারছেন না। এদের জন্যই খাবারের ব্যবস্থা করেছে এলাকার সংগঠন 'ব্লাড মেটস'। সংগঠনটিতে রয়েছেন ১২ যুবক।


কিছুদিন আগে মালবাজারে(Malbazar) রক্তদানের কর্মসূচি নিয়ে 'ব্লাড মেটস' নামে ওই সংগঠনটি তৈরি করেছিলেন এলাকার কিছু যুবক। পরে অসুস্থ রোদীদের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করেছিলন এঁরা। এবার তাঁরা নেমেছেন করোনা রোগীদের সেবায়।


আরও পড়ুন-Madan Mitra-র ভোকাল কর্ডে টিউমার, Speech Therapy-র পরামর্শ চিকিৎসকদের


এলাকার দুঃস্থ, সংক্রমিত পরিবারগুলিতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি কমিউনিটি কিচেন খুলেছে ব্লাড মেটস। সেখান থেকেই করোনা রোগীদের কাছে যাচ্ছে খাবার। নজর দেওয়া হচ্ছে পুষ্টির দিকেও।