নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা পরিস্থিতি দেখতে আগেই এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাদের একটি ছিল কলকাতায় এবং অন্যটি গিয়েছিল উত্তরবঙ্গে। এবার শুধু কলকাতার জন্য একটি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রেড জোন: লকডাউনে কোন কোন পরিষেবা মিলবে, খোলা থাকবে কোন দোকানগুলি?


কী করবে এই দল?


কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্যের কোভিড সর্বাধিক সংক্রমিত এলাকায় সংক্রমণ রোখার জন্য যেসব ব্যবস্থা রাজ্য সরকার নিয়েছে তা ঘুরে দেখবে দলটি। পাশাপাশি প্রয়োজনে রাজ্য সরকারকে সাহায্যও করবে তারা। এছাড়াও করোনা রোগীদের চিকিত্সা কীভাবে হচ্ছে ও লকডাউন মানা হচ্ছে কিনা তাও দেখবে দলটি।


শুধু কি কলকাতাতেই এরকম দল পাঠানো হচ্ছে?


কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা দেশের জন্য এরকম মোট ২০টি দল গঠন করা হয়েছে। দেশের যেসব জেলায় করোনা রোগীর সংখ্যা বেশি সেখানেই এরকম দল পাঠানো হচ্ছে।


আরও পড়ুন-দিনহাটায় তৃণমূলের ত্রাণের গাড়ি আটকালো পুলিস; সবটাই নাটক, বললেন বিজেপি সাংসদ


দেশের আর কোথায় পাঠানো হচ্ছে এরকম কেন্দ্রীয় দল?


কেন্দ্রের তরফে জানানো হয়েছে ওই ধরনের দল যাচ্ছে-


১.মুম্বই ২.আহমেদাবাদ ৩. দক্ষিণপূর্ব দিল্লি


৪.ইন্দোর ৫.পুণে ৬.জয়পুর


৭.থানে ৮.সুরাট ৯.চেন্নাই


১০.হায়দরাবাদ ১১.ভোপাল ১২.যোধপুর


১৩.দিল্লি সেন্ট্রাল ১৪.আগ্রা ১৫.কলকাতা


১৬.কুরনুল ১৭.ভদোদরা ১৮.গুন্টুর


১৯.কৃষ্ণা ২০.লখনউ