রেড জোন: লকডাউনে কোন কোন পরিষেবা মিলবে, খোলা থাকবে কোন দোকানগুলি?
|
May 03, 2020, 18:09 PM IST
1/5
রেড জোন
করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে দেশজুড়ে চলছে লকডাউন। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় বেড়ে চলেছে লকডাউনের মেয়াদ। এই অবস্থায় ‘রেড জোন’ কোন কোন পরিষেবা মিলবে, কোন দোকানগুলি খোলা থাকবে? জেনে নিন...
2/5
রেড জোন
লকডাউনে রেড জোনে খোলা থাকবে পন্য পরিবহণ পরিষেবা। একই সঙ্গে চালু থাকবে ক্যুরিয়ার ও ডাক পরিষেবাও।
photos
TRENDING NOW
3/5
রেড জোন
রেড জোনে ব্যাঙ্ক ও আর্থির সংস্থাগুলি খোলা থাকবে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ৩৩ শতাংশ চালু থাকবে।
লকডাউনে রেড জোনে বন্ধ থাকবে সেলুন, গণপরিবহণ (বাস, ট্যাক্সি, অটো)। রেড জোনে গাড়িতে সর্বাধিক ২ জন ও বাইকে ১ জনের বাইরে বেরনোর অনুমতি রয়েছে। তবে সন্ধ্যা ৭টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত রেড জোনে বসবাসকারী কোনও ব্যক্তিরই বাইরে বেরনোর অনুমতি নেই।