নিজস্ব প্রতিবেদন: বহরমপুর কোভিড হাসপাতালে ঠিকমতো চিকিত্সাই হয়নি ছেলের। এমনই দাবি করে রাজ্যের স্বাস্থ্য সচিব ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করলেন মুর্শিদাবাদের সফটওয়ার ইঞ্জিনিয়ার জয়মাল্য মাঝির পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল, আগেভাগে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিলের পথে CBI


বহরমপুরের(Beharampore) বাসিন্দা ও পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার জয়মাল্য মাঝি(২৭) করোনা উপসর্গ নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন গত ২৯ এপ্রিল। ১ মে তাঁর কোভিড টেস্টের ফল পজিটিভ আসে। তার পরেই তাঁকে হাসপাতালের মাতৃসদন বিভাগের কোভিড হাসপাতালে(Covid Hospital) ভর্তি করা হয়। সেখানেই গত ১৩ মে তাঁর মৃত্যু হয়।


আরও পড়ুন-নারদা মামলায় স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি, হাইকোর্টে ৪ অভিযুক্ত 


জয়মাল্যের বাবা মানস দেব মাঝির অভিযোগ, হাসপাতালে জয়মাল্যের ঠিকঠাক চিকিত্সাই হয়নি। তবে পরিবারের তরফে চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুললেও হাসপাতালের তরফে তা উড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যেটুকু পরিষেবা দেওয়া সম্ভব ছিল তা দেওয়া হয়েছে। ১ মে থেকেই জয়মাল্যকে রাখা হয়েছিল আইসিইউতে। অবস্থার অবনতি হওয়ায় ১২ মে তাকে পাঠানো হয় ভেন্টিলেশনে। একদিন পরেই তাঁর মৃত্যু হয়।