আশঙ্কা বাড়াচ্ছে কলকাতা-সহ ৪ জেলা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ৬২৪
কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫,৭৫৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন
নিজস্ব প্রতিবেদন: লকডাউন শেষ হওয়ার পর করোনা সংক্রমণের গতি যেন কমছেই না। রবিবারের তুলনায় বেশ খানিকটা বাড়ল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৭২ জন। সোমবার সেই সংখ্যা বেড়ে হল ৬২৪।
আরও পড়ুন-চ্যালেঞ্জ করছি, করোনা পরিস্থিতি-পরিযায়ী শ্রমিক-দেশের অর্থনীতি নিয়ে মিথ্যে বলছেন নির্মলা
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ২৯ জুন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭,৯০৭ জন। এদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। রবিবার মারা গিয়েছিলেন ১০ জন।
এদিকে, আশা জাগাচ্ছে রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার হার। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১১,৭১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৬ জন। শতাংশের হিসেবে ৬৫.৪৪।
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে রাজ্যে করোনা হাপাতালের সংখ্যা বাড়ানো হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ৭৮টি হাসপাতালে করোনা চিকিত্সা হচ্ছে। এদের মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ২৫। আইসিইউ বেডের সংখ্য়া ৯৪৮টি। ভেন্টিলেটরের সংখ্যা ৩৯৫।
আরও পড়ুন-চাপে চিন! লাদাখ-গালওয়ানের উত্তাপের মাঝেই ৬ টি রাফাল আসছে ভারতে
অন্যদিকে, কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫,৭৫৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। মোট মৃত্যু হয়েছে ৩৭২ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের। হাওড়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২৬৫৪ জন, মৃত্যু হয়েছে ৯৫ জনের।