রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বাড়ল, মেডিক্যাল বুলেটিনে বিস্তারিত তথ্য দিল সরকার
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী মঙ্গলবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪২১, মৃত ১১৭ জন। পশ্চিমবঙ্গেও বাড়ল আক্রান্তের সংখ্যা।
নিজস্ব প্রতিবেদন: গোটা দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী মঙ্গলবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪২১, মৃত ১১৭ জন। পশ্চিমবঙ্গেও বাড়ল আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন-নবান্নের বৈঠকে মমতার মুখোমুখি বিমান বসুরা, করোনা যুদ্ধে পাশে থাকার আশ্বাস বামেদের
রাজ্য সরকারের তরফে আজও একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯। সোমবার এই সংখ্যা ছিল ৬১। মঙ্গলবার বেড়েছে মৃতের সংখ্যাও। রাজ্যের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। এমতাবস্থায় সাধারণ মানুষকে রাজ্য সরকারের দেওয়া গাইডলাইন মেনেই চলতে বলা হয়েছে।
আরও পড়ুন-বাজারে গেলে সবাই যেন মাস্ক পরে, করোনা মোকাবিলায় মমতাকে পরামর্শ অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের
রাজ্য সরকারের তরফে দেওয়া বুলেটিনে বলা হয়েছে-
# হোম অবজারভেশনে রয়েছেন ৪৯,১১৪
# নজরদারি ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছেন ৬০১০
# মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১৪৭৭
# মঙ্গলবার পর্যন্ত হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়া হয়েছে ১২১৫
# বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ২৬২
# কোভিড-১৯ স্যাম্পেল টেস্ট হয়েছে ১৪৮৭ জনের
# মঙ্গলবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৫
# মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত ৬৯
# ICMR অনুমোদিত রাজ্যের যেসব ল্যাবে কোভিড টেস্ট করা যাবে সেগুলি হল-
NICED 2. SSKM 3. Medinipore MCH 4. North Bengal MCH 5. School of Tropical Medicine 6. Apollo Hospital 7. Tata Medical Centre